মেঘে বিদ্যুতে মগ্ন মিতালি

মেঘে বিদ্যুতে মগ্ন মিতালি
হাতে হাতে তালি, হাতে হাতে তালি;

চিঠির বদলে মোবাইল ফোন
নাচে ভাইবোন, নাচে ভাইবোন;

বাল্মীকি লেখে গদ্যকবিতা
হেসে কুটিকুটি স্বর্ণসীতা, স্বর্ণসীতা;

পাহাড়ের পাশে উড়ন্ত নদী
ফের দ্যাখা হয় যদি, দ্যাখা হয় যদি;

পাখিদের আজ পাঠশালা খোলা
চেয়ে চেয়ে দ্যাখে এমিল জোলা, এমিল জোলা;

বুলবুলিতে খেয়ে যায় ধান
তবু করমালি খাজনা মেটান, খাজনা মেটান।