মেঘপর্ব

যাচ্ছিলাম নদীর ওপাশ দিয়ে, পথ খুব সরু
গাঁয়ের মাথার পরে গাছগুলো মেলে আছে ছাতা,
এ দৃশ্য দেখেছি বহু মনে হয় তবু দ্যাখা ভালো
বুকের ভিতরে বুঝি জেগে ওঠে সবুজ পাহাড়।
এই নদী একদিন আমারও তো প্রিয় ছিলো খুব
দেখেছি আকাশখানি ঘুমিয়েছে নদীর ভিতরে;
মেয়েরা সেরেছে স্নান ভিজা চুল বাতাসে ছড়ায়
তাদের মনের কথা হয়তো বা নদীই জেনেছে।

নদীর ওপাশ দিয়ে যেতে যেতে দেখি কাঁদে বন
বনের মাথায় এসে মনে হয় শুয়ে আছে মেঘ,
কিন্তু এই সন্ধেবেলা তবুও ডেকেছে শালবীথি
অনন্ত নক্ষত্র কবে উঠেছিলো এখানে নদীতে?
এইখানে মেঘদূত, জীবনানন্দের ভাড়া বাড়ি
যেতে যেতে চেয়ে দেখি উড়ে যায় মেঘের রেলগাড়ি।