পাতকপ্রবাহ

তুমি তো জানো না, এইসব পাতকপ্রবাহ, মানুষের এপাশ ওপাশ
জানো না শব্দের মধ্যে কতো ভুল শব্দ, মানুষের মধ্যে ভুল মানুষ,
আজ দেখি না কোথাও স্নিগ্ধ ভোরের মতো প্রশান্ত উজ্জ্বল মুখ
শান্তিসুখ, স্নেহের গাঁথুনি
দেখি না পাখির ঠোটে পুষ্পের সুগন্ধ
দেখি শুধু অগ্নি, হুতাশন, খাণ্ডবদাহন;

কেন এই পাতক, পাবক, ক্লেশ, ক্রূর খরতাপ
কেন এতো মনস্তাপ, সুন্দরের সর্বনাশ,
কী করে ভুলতে পারি এই বিষ, মর্মাঘাত।

কোথায় শুশ্রুষা, স্নেহ, শান্তিকরুণা
যতোই হৃদয় খোঁজে মমতার মর্মবাণী নেই,
ভিতরবাহিরে শুধু হাহাকার, দগ্ধ খরা, পোড়ামাটি, ক্ষার
এই পাতকপ্রবাহে, দাহে সব মমতা মাধুর্য মুছে যায়;

আর কততকাল এই শোকবহ্নি, পাপ, অভিশাপ
বলো কোনখানে শান্তিউদ্যান, পুণ্যজল,
কোনখানে জ্ঞানমুদ্রা, মানুষের জন্য অনন্তের শুভ
বরদান
কোথাও দেখি না সেই পুষ্পবৃষ্টি, পুষ্পিত মেঘ।