পৃথিবী, তোমাকে আমি ভালোবাসি

আমার দুহাত বাঁধা, পৃথিবী আমার কাছে চেয়ো না আনন্দ-উপহার
চেয়ো না মঙ্গলদীপ, শুভেচ্ছার মালা
আমি স্নান গোধূলির এক নিষ্প্রভ মানুষ;
আমার দুচোখে কোনো আলো নেই, বহুদিন স্বপ্নহীন আমি
বলো তোমাদের কী গান শোনাবো
কী মুগ্ধ শ্লোকইবা আমি লিখে যাই ঝরাপাতা তোমার উদ্দেশে!
কথা ছিলো ফুল ফোটাবার ব্রত নেবো আমি, হবো
চৌরাসিয়ার অশ্রুময় বাঁশি
তোমাদের দুঃখে হবো অপরূপ সুরের কল্লোল, হবো পাখিদের
স্নিগ্ধ কলগীতি
তোমার মলিন মুখ ভালোবেসে মোছাবো পৃথিবী;
কিন্তু আমি পরাজিত পরাজিত, পরাভব তবুও মানি না।
আমারও তো কথা ছিলো পৃথিবী তোমাকে দেবো প্রীতির পরশ
সকলের মতো দুইহাত ভরে শুভেচ্ছার ফুল
কিন্তু বলো এই ব্যর্থ পিতা যে পারেনি সন্তানের মুখে দিতে এক ফোঁটা মধু,
কেড়ে নিতে তার বিষের বোতল
যে পারেনি সংসারে বইয়ে দিতে এতোটুকু শীতল বাতাস
একটু শ্যামল ছায়া কখনো যে আনতে পারেনি তার ঘরে,
সে তোমাকে বললো না কীভাবে দেবে নবীন পুস্পার্ঘ্য?
কথা ছিল সকলের মতো আজ ভোরে হাতে হাতে আমিও বিলাবো ফুল
শুভেচ্ছা করবো বিনিময়
কিন্তু আমার দুহাতে আজ পরানো শেকল, দুই পায়ে বেড়ি
আমার মাথায় ভয়ানক খড়গ ঝোলে, পৃথিবী তোমাকে ভালোবাসার জন্য
দেখো ওরা নিয়ে যায় অন্ধ কারাপ্রাচীরে আমাকে,
আমি ব্যর্থ পরাজিত হতে পারি, কিন্তু পরাভব কখনো মানি না
পৃথিবী তোমাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি
একদিন তোমার মুখে ঠিকই আমি
হাসি-আনন্দ ফোটাবো।