প্রকৃতিরহস্য

উৎসব শেষের বাড়ির মতো অবসন্ন তোমার চোখ
মুখে হেমন্ত সন্ধ্যার বিষন্ণ্নতা;
এখন আমি পৃথিবীর কোন চারণ ভূমিতে ঘুরে বেড়াবো?

এখন পূর্ণিমা রাতগুলি সহস্র বর্ষের অন্ধকারে ঢাকা
চৈত্রের আকাশে মাঘরাত্রির কুয়াশা,
তোমার নিস্পৃহ চোখের দিকে তাকিয়ে আমি
আবহাওয়া-সংকেত বুঝতে পারি।
আমি একটা কাঠগোলাপ খুঁজতে আর কতোদূর
যাবাে
তোমার বিষন্ন মুখ মানে সব লাল গোলাপ ঝরে পড়া,
সন্ধ্যাতারার বদলে শুধু কালো মেঘ
আমি তোমার চোখের দিকে তাকিয়ে পৃথিবীর
ভালোমন্দ নিরূপণ করি।

তবে কি পৃথিবীতে সমস্ত উৎসব শেষ হয়ে গেলো, স্তব্ধ
হয়ে গেলো সব নাচের ঘুঙুর,
এক সাথে সব কোকিলের স্বরভঙ্গ হলো,
বন্ধ হয়ে গেলো উইন্টার গার্ডেনের সব দরজা?
আমি কী করে বলি, আমি শুধু তোমার চোখের দিকে
তাকিয়ে এই প্রকৃতির রহস্য বুঝতে পারি।