শীতের আশ্রম

শীতের আশ্রমে আমি মৌব্রত পালন করেছি
বর্ষব্যাপী কেবল সঙ্গী ছিলো বিচ্ছেদবেদনা;
কিন্তু কী পাঠ নিয়েছি আমি
পবিত্রতা, সংবেদনশীলতা স্বপ্নের সহস্র মুখ
নিদ্রায় নিভৃতে সোনালি শীত আমি আয়ও করেছি
কাঁদতে কাঁদতে যমুনার নীল জলে ভাসিয়েছি ভেলা,
এ আমার অবুঝ শৈশব, এ আমার বার্ধক্যবিকেল
হায়, তবু তোমারই মুখের দিকে চেয়ে আছি;
হেসে ওঠো নিঝুম মৃত্তিকা, কানে কানে বলো,
আমি বাড়বাগ্নি পার হবো একা, আমি অপেক্ষায় নেই, চলে যাচ্ছি
আজ এই শীত উৎসবে আমার আশ্রম জুড়ে নৃত্য ও নূপুর।