শপিং মল কিংবা হাটখোলা

তোমরা নতুন বাড়ি, আমি পুরাতন
তোমরা স্বয়ংক্রিয়, আমি ম্যানুয়াল
তোমরা টুরিস্ট পার্ক, আমি ঝাউবন
তোমরা স্পিডবোট, আমি ছেঁড়া পাল।

তোমরা সুদৃশ্য লেক, আমি মজা বিল
তোমরা উদ্দাম পপ, আমি ভাটিয়ালি,
তোমরা নভোযান, আমি গাঙচিল
তোমরা দূরের বাদ্য, আমি করতালি।

তোমরা আকাশচারী, আমি নৌপথ
তোমরা কৃত্রিম ঝরনা, আমি বৃষ্টিজল,
তোমরা উড়ন্ত জেট, আমি ভাঙা রথ
তোমরা মেগা সিটি, আমি বনাঞ্চল।

তোমরা সেলফোন, আমি ডাকঘর
তোমরা আইপড, আমি খালি গলা,
তোমরা হার্ডডিস্ক, আমি হস্তাক্ষর
তোমরা রেকর্ডার, আমি মুখে বলা।

তোমরা শপিং মল, আমি হাটখোলা
তোমরা সমুদ্রপোত, আমি গন্ডোলা।

(সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২৫, ২০০৯)