শুকনো পাতার স্বপ্নগাথা

শুকনো পাতার গায়ে বৃষ্টি পড়ে, বৃষ্টিতে প্রসন্ন
হয় মন
হৃদয় কী চাহে, সে কি অথই শ্রাবণ?
শুকনো পাতার স্বপ্ন লেখা আছে কবির অন্তরে
কখনও সে ভুলে যায়, কখনও সে সম্ভাষণ করে;
কে বোঝে পাতার শব্দ, মনে হয় নিশিরাতে বাঁশি
শুকনো পাতা গো আমি তোকে ভালোবাসি,
তোকে খুব স্নেহ করি, তোকে আমি করি আলিঙ্গন
শুকনো পাতার জন্য মন বুঝি ব্যাকুল বর্ষণ
শুকনো পাতার ছন্দ, শুনি তার বুকভরা গান
সে বুঝি চৈত্রের দিন, সে বুঝি নদীতে উজান,
তবে কি পড়েছি আমি শুকনো পাতার লেখাজোখা
নীরব জলের ভাষ্য, দুয়ারে নিঃশব্দ কার টোকা,
দেখেছি পাতার নৃত্য, দেখেছি পাতার পাখামেলা
এ কী অনন্ত সুখ, এ কী অনন্ত হাসিখেলা;
ইচ্ছে করে উড়ে উড়ে শুকনো পাতার কাছে যাই
উড়ে যায় পুড়ে যায়, শুকনো পাতার কেহ নাই,
শুকনো পাতা গো তোকে ভালোবাসি, শুকনো পাতা,
শুকনো পাতার দুঃখ, শুকনো পাতার স্বপ্নগাথা।