তখন আমি ছিলাম সুখী মানুষ

আমি যখন গ্রামে গরিবদের সাথে মিশে ছিলাম তখন
ছিলাম খুব সুখী মানুষ,
আমার এতোসব যন্ত্রণা নেই,
উঠতে বসতে কারো কটাক্ষ নেই, কটুক্তি নেই;
শস্যক্ষেত, ভোরবেলার বাতাস, গাছ আর গাছপালায়
আচ্ছন্ন আমার জীবন
আমি ভোর-পাখিদের সঙ্গে জেগে উঠি, রাত-পাখিদের সঙ্গে ঘুমাই;
তখন আমার সঙ্গী সব মাছ, পাখি, চাঁদ
আমার চারপাশে তখন খোলা প্রকৃতি।
আমার সেই জীবন ছিলো কল্লোলিত,
নদীময়
উদ্ভিদ, আকাশ, বৃক্ষ তখন আমার বান্ধব
এই হাঁস, লাউ কুমড়া, পিপড়েদের সঙ্গে
তখন আমি একই বাড়িতে থাকি
সেই পাখি-প্রকৃতির মধ্যে আমি ছিলাম খুব সুখী মানুষ,
তোমাদের চেয়ে হাজারগুণ সুখী মানুষ।