তোমাদের স্বপ্নের ভেতরে স্বপ্ন

আমি তোমাদের সঙ্গীতের ভেতরে সঙ্গীত
তােমাদের চিন্তার ভেতরে চিন্তা,
তােমরা যা ভাবতে চাও আমি সেই ভাবনার
ভাষ্য তৈরি করি দেখাে
তােমরা যা দেখতে চাও আমি সেই ফোটাই
স্বপ্নের ফুল-
তােমাদের ইচ্ছার একেকটি সবুজ চারাগাছ
আমি নিঃশব্দে রােপণ করে চলি।
আমি তােমাদের স্বপ্নের ভেতরে স্বপ্ন,
জীবনের ভেতরে জীবন
আমি শিকড়ে অনন্ত উৎসধারা;
আমি এই চোখের পলক, হৃদয়ে
প্রেমের অশ্রু
তােমাদের ভালােবাসাহীনতার মধ্যে আমি ভালােবাসা
তােমাদের নিরাবেগ উষর জমিতে
আমি
একখণ্ড আবেগের মেঘ;
আমি তােমাদের গানের ভেতরে গান,
স্বপ্নের ভেতরে এই
আলুথালু একটি বিশাল স্বপ্ন।

১১.১.১৯৯৫