তোমার জন্য

কেবল আসোনি বলে তুমি মনঃক্ষুন্ন ভোরের আকাশ
এই ফাল্গুনে ফোটেনি ফুল,
কোকিল ওঠেনি গানে মেতে;
শুধু তুমি আসোনি বলেই কাটেনি
কুয়াশা অনন্ত বরফ-যুগ এখন এখানে;

শুধু তুমি আসোনি বলেই এই বিষন্ন প্রকৃতি
মনমরা হয়ে আছে বনের পাখিরা,
কেবল আসোনি বলে তুমি অসমাপ্ত আমার কবিতা;

শুধু এইজন্য ইরিচাষে লক্ষমাত্রা হয়নি অর্জন
জলাশয় হয়েছে বিরান মরুভূমি,
নেমেছে অস্তিত্ব জুড়ে ভীষণ আঁধার
একযোগে উঠেছে প্রবল ফুসে সব অগ্নিগিরি;
কেবল আসোনি বলে তুমি আমি দেউলিয়া,
ঘোর অন্ধকারময় এই আমার পৃথিবী।