তোমার টেবিল ঘড়ি

এখন ঘুমিয়ে গেছে হয়তো আকাশ
আরো বহু আগে নিভে গেছে তোমার রুমের মৃদু আলো,
এতো কম আলোতে যে কীভাবে পড়ো না তুমি বই
সে কথা জানতে চেয়ে টেলিফোন তুলে হই বো!
এখন ঘুমিয়ে গেছে শহরের সবচেয়ে উঁচু ইমারত
হয়তো ঘুমিয়ে গেছে দেবদারু, অন্ধকার নগ্ন ফুটপাত,
উদ্যান, এভেন্যু, পার্ক সকলেই পড়েছে ঘুমিয়ে-
এখন ঘুমিয়ে গেছে লোকালয়, তোমার টেবিল
কেবল মাথার পাশে তোমার টেবিল ঘড়ি
সারারাত জেগে থাকি আমি।

১৯.৬.১৯৯২