তৃণভূমি

কতোকাল পড়ে আছো তৃণভূমি গাভীর চোখের মতো ভেজা
কতোকাল বিষন্ন রাখাল তোমার জলের ধারে পান করে
উদ্ভিদের ঘ্রাণ,
তুমিও জানো না কোথায় ঘুমায় শালবন
তৃণভূমি তুমি কোন মায়াবী ফুলের গন্ধ, মেঘের উদ্যান;

তুমি কি গভীর কোনো দুঃখবোধ, কপালের ঘাম
লুকিয়ে রেখেছে শোকে মর্মযাতনা,
আমি জানি তুমি খুব স্নিগ্ধ সাত শুদ্ধ অমলিন
তুমি খুব আর্দ্র ও করুণ, মমতা বিধুর,
সহস্র লাঞ্ছনা সয়ে তুমি অদম্য উদ্দাম;

তৃণভূমি তুমি বুঝি স্থির অচঞ্চল বৃষ্টিধারা
শান্ত স্তব্ধ নদী, অরণ্যের ব্যথিত আত্মা,
মুগ্ধ কোন মেঘের জীবনী, নিদ্রিত সংগীত
তৃণভূমি তোমার হৃদয় ছোঁবো, তোমাকে ছোঁবো না
আমাকে তোমার মতো আজীবন দ্রিামগ্ন করো।