তুমি যদি ভুলে যাও

তোমাকে বেসেছি ভালো, এই কথা বোঝে না প্রাচীর
তাই তার ইটগুলো দাঁড়ায় সম্মুখে, করে মশকারি
আমিও ভ্রুক্ষেপহীন চলি পথে, নির্জন রাস্তায়
বুকের ভেতরে শুধু অবিরাম মত্ত রাসলীলা;

কে আর এখন এই শেষবেলা করে অট্টহাসি
তবুও তোমার জন্য বুক কাঁদে, বেলাভূমি কাঁদে
আকাশ এখনো খোঁজে বুঝি তার হারানো শৈশব
পাহাড়ের কাছে আমি জুমা রাখি উড়ন্ত রুমাল।

চাই না কিছুই আর শুধু এই ভালোবাসা ছাড়া
তাতেও সমস্যা বহু তাই শুধু দয়াভিক্ষা চাই
আমের মঞ্জরি এই ভালোবেসে হয় আম্রফল
এইভাবে একদিন তোমাকেও কাছে ডেকে নেবো;

তুমি কি তাতেও দেবে বাধা, হবে অন্তরায়
তুমি যদি ভুলে যাও ভুলে যাবে নদী ও পাহাড়।

১০.২.৯৭