তুষারসংসার

এই তুষারসংসার স্তব্ধ স্থির, যেন এক নিদ্রার পাহাড়
সবাই ঘুমায়, তুষারতরুতে কোনো ফুল নেই,
হিম অন্ধকারে ডুবে আছে নক্ষত্র আকাশ
তুষারসংসারে খেলা করে অন্ধকার চাঁদ,
আর কিছু নেই, শব্দহীন গন্ধহীন তুষারসংসার;

এইখানে কখন হয়েছে কার ভ্রান্ত পদপাত
সেইসব পদচিহ্ন ঢেকে গেছে বিষণ্ণ বরফে,
নির্জন সন্ধ্যায় কে এখানে হিমনদীতে খেয়া নৌকা বায়,
এই নিদ্রাকাহিনী পড়ে দিন যায়;

তুষারসংসার খুব পরিচ্ছন্ন, ধুলোমাটি নেই
আছে শুধু অনন্ত বিষাদ,
আছে জ্যোৎস্নাময় নির্মম আঁধার
এই তুষারবাড়িতে সবাই আছে, কিন্তু কেউ নেই।