ভ্রান্তিলতা

লতার মতন ওটা লতা নয়, ভ্রান্তি
ওটাকে ধরো না, লতার মতন ওটা সাপ, ওটা সাপ
লোকে ওকে মাঝে মাঝে লতা বলে ভুল করে,
লতা বলে ভুল করে থাকে
আসলে ও লতা নয়, লতার মতন ওটা কালকূট
ওটা ছদ্মবেশ,
ওই ছদ্মবেশ,
ওই শরীর খুলেই হিংসা, ভিতরে তো বিষ,
লতার ভিতরে বিষ,
লতা বলো, গুল্মলতা বলো, মাটির করূণা
বলো, সূর্যের বীজ বলো
ওটা সাপ, লতার মতন ওটা সাপ,
লতার মতন ওটা লতা নয়, ওটা সাপ, ওটা সাপ
লতার মতন হলে লতা হবে তার কোনো কথা নেই
নাও হতে পারে, লতার মতন কোনোকিছু
সাপটাপও হতে পারে,
এমন তফাৎ কিসে, সাপ আর লতার তফাৎ কিসে
লতার মতন ওটা লতা নয়,
জলের সম্পদ কিছু নয়,
ওটা ভ্রান্তি, ওটা ভ্রান্তি
লোকে ওটা ওই নামে ডাকে
সাপ টাকেই কোমল করে বলে লতা
লতার মতন ওটা লতা নয় ওটা সাপ, ওটা সাপ।