আমা-তরে অকারণে

ঋষিকুমার।
আমা-তরে অকারণে ওগো পিতা, ভেবো না।
অদূরে সরযূ বহে- দূরে যাব না।
পথ যে সরল অতি,
চপলা দিতেছে জ্যোতি-
তবে কেন, পিতা, মিছে ভাবনা।
অদূরে সরযূ বহে- দূরে যাব না।