আঁধারপুরের বাস

আকাশের নীল কষ্ঠে দুলছে পাখির নেকলেস।
অফিস ফেরত সূর্যটি
দিগন্তের বাসস্ট্যাণ্ডে একাকি দাঁড়িয়ে আছে,
আঁধারপুরের বাস এখনো আসেনি-

বাতাসে উত্তর পাহাড়ের হিম গন্ধ আর
অতিথি পাখির ঝরে পড়া পালকের ওম-
আমি হৃদয়ের সমস্ত বোতাম খুলে দাঁড়িয়েছি,
যেমন দাঁড়ায় নারী পিপাসার প্রখর প্রহরে।

অথবা সে নারী নয় মুক্তগন্ধা সবুজ ঝিনুক,
কর্কশ বালির ক্ষত বুকে নেবে বোলে খুব
আগ্রহের চাষাবাদে নিমগ্ন হয়েছে।

আমি মস্তিষ্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়ে রয়েছি,
কেউ আসছে না। না রোদ, না পাখির নেকলেস।
কেবল উত্তর পাহাড়ের হিম, ঠাণ্ডা হাত
ছুঁয়ে যাচ্ছে ব্যথিত চিবুক।

বিস্মৃতির বাসস্ট্যাণ্ডে দাঁড়িয়ে রয়েছি একা,
কেউ আসছে না। না স্বপ্ন, না ঘুম, কেউ নয়।
আঁধারপুরের বাস কতোদূর থেকে তুমি আসো??

২৮.০৮.১৩৯৫ রাজাবাজার, ঢাকা