আমি কৃষ্ণচূড়াকে প্রেম ভেবে

(শ্রদ্ধাভাজনেষু আবদুস সাত্তারকে)

পার্কে বিকেলের নরোম রোদে
আমিও একদিন
যাবতীয় পোষাকগুলো খুলে ফেলে
ঘাসের মতো নগ্ন হোতে চেয়েছিলাম

আমার বসন্ত ছিলো
আমার কোকিল ছিলো।

আমি কৃষ্ণচূড়াকে প্রেম ভেবে
কোনো এক বসন্তের রাতে
গোপনে বুকে রেখেছিলাম

তখন বসন্ত ছিলো।
আমার কোকিল ছিলো।

আজো আমার বসন্ত আছে
এখনো কোকিল আছে
অথচ কৃষ্ণচূড়া-
আমার প্রচুর উত্তপ্ত রক্তে
চিরদিন সিক্ত থেকেও
ক্রমশ ধূসর হোয়ে গ্যালো।

আমার বসন্ত আছে
আমার কোকিল আছে
শুধু কৃষ্ণচূড়া নেই।

(৮.১০.১৯৭৩)