আমি স্রষ্টা

যুগান্তের সৃষ্টি আমি নই
যুগের স্রষ্টা আমি,
বেদ বাইবেল কোরানে
স্বাধীন অস্তিত্ব আমার বিলুপ্ত নয়।
আপন ব্যক্তিত্বকে চাই না দিতে বিসর্জন
ধর্ম কিম্বা সমাজের সংস্কারে।
মুক্তা ভেবে ঝিনুক নিয়ে উল্লাস
করতে চাই না অন্ধকারে।
ধর্ম আমি একটাই জানি
আমার স্বেচ্ছাচারিত বিদ্রোহ
নিশ্চিত ডেকে আনবে সমাজে
আমার বিরুদ্ধে প্রচণ্ড আক্রোশ,
তাদের একান্ত কামনায় হয়তো
স্রষ্টা নামের ব্যক্তি আমায়
জঘন্যভাবে করবে নিধন
কারন আমি জানি-
নিবিচ্ছন্ন স্রোতে বাধা এলে
স্রোতের ধারায় বিপ্লব আসে।
তবু আমি পারি না দিতে
স্বতঃস্ফুর্ত স্বীকৃতির মালা
বিনা প্রতিবাদে সমাজকে।
কারন, আমার মাঝে আছে-
আমি তার আভাস পেয়েছি
সে আমার বিপুল বিষ-বিদ্রোহ
সে বিষ বহ্নিকে আমি করি না ঘৃনা।
তাকে করি পরম শ্রদ্ধা।
সে আমাকে তুলবে মহাকালের
যুগান্তকারী ইতিহাসের সুউচ্চ চূঁড়ায়।
ধর্মের পেলব বানী পারে না
সৃষ্টি করতে সত্য মানুষ
আমার সৃষ্টিকর্তা আমি স্বয়ং,

কারন স্রষ্টা বা ধর্ম আমায়
উদ্ধার করতে পারে না আঁধার থেকে
সে শুধু পারে পথনির্দেশ করতে,
আর পারে অন্ধ করতে।
আমার আপন সৃষ্টিতে আমি
চির দীপ্তিময়; কারন
আমার সৃষ্টিকর্তা আমি।