আসন্ন শীত

এখন শীত পড়েছে, অতি ধীরে ধীরে;
ছায়ায় পত্রে ঝাউবনে- নির্ঝরে,
হৃদয়ে মনের কৃষ্ণচুড়ায়-
বইছে রঙিন হিমেল হাওয়া,
দোলা দেয় বনে বনে- খোলা জানালায়।
এই শীত উত্তাপ চাই,
সম্বল উষ্ণ বুকটাই।
কনকনে শীত যদিও নয়
নতুন আমেজ লাগে প্রানে,
প্রভাতের তপ্ত রোদটার প্রত্যাশায়-
বলাকারা গৃহে, শ্বেত মরাল-
দোয়েলরা ক্ষীন কণ্ঠে গায় এই সকাল
প্রকৃতির উত্তাপ ছড়ায়,
গোলাপের গন্ধটাও বুক চিরে আসে।
সবুজ বনের সিন্ধ শোভায়
মনটা ফেরে অবশেষে।
শিশিরও ঝরতে শুরু করেছে
চামেলী, হেনা ঘর্মাক্ত মৃদু মৃদু
মুকুলের লুকোচুরিও শুরু।

এখন শীত পাতারা মর্মাহত
বিদায়াভিষেক নিকটে,
শাখায় শাখায় নীরব আর্তবেদনা
সাথীর আসন্ন বিদায়ে।

এখন শীত শুরু, তাই আনন্দ,
ঝরা শাখায় আবার সম্ভাবনা,
শুষ্ক প্রসূন নিশেষে ঝরে যাবে-
নতুন কলির সগৌরব আগমন।
শীত এখন- উষ্ণতার প্রত্যাশী মন,
কিম্বা উত্তপ্ত ওষ্ঠের পরশ;
শীত আসে, ফাল্গুন নীরবে আনে
চেতনায় উষ্ণ আবেগ।