বেয়াড়া শোকের চুল

শেষ চুম্বন দিয়েছি তোমার ঠোঁটে,
আর দ্বিধা নয়, এবার ফেরাবো মুখ।

সামনে বিছানো পিঙ্গল বালিয়াড়ি
ধুধু হাহাকারে আবৃত হৃদয়খানা।
পেছনে থাকলে স্মৃতিময় সংসার-
আর দ্বিধা নয়, এই ফেরালাম মুখ।

গুটিয়ে নিলাম প্রসারিত ডালপালা,
টেনে ছিঁড়ে নেয়া গভীর শিকড়গুলো
গুটিয়ে নিলাম রক্তমাখানো স্মৃতি-
তিলে তিলে বোনা বুকের নকশিকাঁথা।

সুখে থাকা তো অলীক স্বপ্ন বুঝি,
ভালো থাকা হলো বাস্তবসম্মত।

যে-পাখিরা ভাসে নীলিমার নীল জলে
তাদেরো রয়েছে বৃক্ষের কাছে ঋন।

আকাশের ঘুড়ি এবার ফিরবে নিচে,
ভুলে যাবে দূর-ভ্রমনের পরিভাষা।
অথবা অন্য আকাশের আলো মেখে
আঁচড়াবে রুখো বেয়াড়া শোকের চুল।।

২৬.০৮.১৩৯৫ রাজাবাজার, ঢাকা