চুটকি

১.
বোধের গোড়ায় ঢেলে কাড়ি কাড়ি জল
একটিও তাজা ফুল ফোটানো গেল না।
অথচ জলার ধারে কত ফুল ফোটে,
এ একটিও ফুল তার বাঁচানো গেল না।।

২.
পুঁজিবাদ বলেঃ বাদ, আর সব বাদ,
আমার শরীর দ্যাখো কেমন নিখাদ।
বস্তিতে শুয়ে ছিলো অনিশ্চয়তা,
সে বলেঃ কে জানে ভালো আমার চেয়ে তা??

৩.
মেয়েটা ভীষন পাজি, বেয়াড়া দু’চোখ,
অকারনে চারপাশে বেশরম ঝোঁক।
সেকারনে সুখে আছি নাদান শায়ের,
আমার কিছুই নয়, আমার ভায়েরা।।

৪.
খয়ের না খেয়ে তুমি হয়েছে এতোটা!
এতোখানি খয়ের খা আগে তো বুঝিনি।
আপনার আশির্বাদ, সত্যি বলি বস্,
আপনার ছায়া থেকে সূচাগ্র সরিনি।।

৫.
কোন দেশে চ’লে আসি হেঁটে আন্দাজি!
শ্রমিকের পেশী নেই মাংশ নেই গায়।
হাড্ডিসার হাতগুলো বৈঠা টেনে যায়,
হাসিমুখে গান গায় বিটিভির মাঝি।।

২৫.০৬.১৯৯৭ রাজাবাজার ঢাকা