এই বাসর এ লগন

আবার আসিবে বাসর রাতি
রহিব না পাশে তুমি,
চাঁদ হাসিবে আনীল গগনে
শুধুই রবে না এ তিমি।
মালঞ্চ সুগন্ধি জুঁই হাসিবে বৃন্তে,
ডাহুকের বুকে ডাহুকী পরানে
সুপ্তির কোলে নিশ্চিন্তে।
নির্ঝরিনী জলধারা বহিবে তেমন,
নীলাকাশ তেমনি রবে আছিল যেমন।
গাহিবে কুশাখে বলাকার দল,
সরোজিনী সুহাসিনী নীর টলমল।
এমনি নিশিথ বেলা বাতায়নে বসি
রব চেয়ে দূর পানে।
দক্ষিনার বায়ু আসি
এলোমেলো কুপ্তল দোলায়ে দিয়ে,
পাশ দিয়ে হেসে যাবে সঙ্গীত গেয়ে।
হৃদয়ের সুর বাঁশী আকুলিত তানে,
গাহিবে ব্যথাতুর সুর বেদনার গানে।
ঝরিবে বাসর রাতে নয়নের জল,
অভিমানে লুটাইবে বকুলের দল।
মোর হতে কত দূরে কত নদী পারে,
রহিবে তুমি ওগো কি মালা প’রে।
তোমার আমার মাঝে আসিয়া তাপসী,
রচিল বেড়াজাল আনন্দ নাশি’।
নিরবে দুটি ফুল ঝরে গেল পথে,
একান্তে বনছায়ে এ কাল-রথে।

৮ই চৈত্র, ১৩৭৮, লালবাগ, ঢাকা।