একদিন রক্তাক্ত ঝড়ের শেষে

একদিন আকাশ কালো মেঘে
ঢেকে গেলে
সমস্ত সংসার স্তব্ধ
অরন্য হয়ে যাবে
আসন্ন বিক্ষোভের প্রসব বেদনায়।

একদিন মেঘেরা জীবিত হয়ে
ঝড় হলে
জীবনের সমস্ত ঘরবাড়ী
একাকার হয়ে যাবে
রক্তাক্ত বিপ্লবের জন্মযন্ত্রনায়।

একদিন সকাল হবে
ঝড় শেষ হয়ে গ্যালে
পাখীরা গান গাবে নীড়ে
আমার চোখের কাক
আলোর মখমল বেয়ে
উড়ে যাবে নীহারিকা নভে।

(২২.১১.১৯৭৩)