একই সিড়ি

যদি হঠাৎ ক্যাম্বোডিয়ায়
বিস্ফোরিত হয় প্রচণ্ড কোন মাইন,
কিম্বা বিমানবিধ্বংসী কামানগুলো
দারুনভাবে করে ধুমোদগীরন
ক্ষুধার্ত ঈগলের মতো ফ্যান্টমের ঝাঁক
তীক্ষ্ণ নখ দিয়ে যদি টুকরো টুকরো ক’রে
ছিঁড়ে নেয় কোন নর্তকীর পেলব
দেহের সুবাসিত অংগ- এই ক্যাম্বোডিয়ারই
জানি, নর্তকীর সুঠাম দেহপল্লব
সেথা বারুদের পোড়া বিশ্রী গন্ধে
আর অবিশ্রাম সংগ্রামে বিক্ষত।
যদি মার শুন্য হতে ছিনিয়ে নেয়
পিপাসিত শিশুর দুগ্ধ, যদি তীক্ষ্ণ
বেয়োনেটের নির্মম খোঁচায়
থেঁতিয়ে দেয় কুমারী বোনের অংগ।
যদি ফিলিস্তিনী গেরিলা কমাণ্ড
সামান্য অসাবধানতায় ভস্মিভূত হয়
নিজেদেরই পুঁতে রাখা ডিনামাইটে-
আমার তাতে দুঃখ নেই একবিন্দু।
শোকের বিহ্ববলতায় পড়ব না মুষড়ে।
আমার ক্ষুদ্র কিশোর হৃদয়
যদিও দারুন ব্যথায় বাষ্পরুদ্ধ হবার কথা
তবু আমি পেয়েছি নবীন আলোর
পরশমনি স্পর্শ। আঘাত পেয়ে
সেই ব্যথা নিয়ে যদি বিলাপ করি
আঘাতকারীকে কখন করব প্রতিঘাত।
নিহত মায়ের বক্ষে লুটিয়ে যদি
করুন কান্নায় বুক ভাসাই তবে
কতক্ষনে করব ঘাতকের নিধন যজ্ঞ।
বেদনা বিলাপ আর শোক
শুধু মিছেমিছিই করা তাতে
নিজের ক্ষতি,- আর অত্যাচারীর সুযোগ।
বিলাপের দিন আজ নয়
আজ নবীন উল্লাসে শত্রু নিধন
-এই নবীনেরও সমুখে আসছে আঁধার
কারন তোমাকেও একদিন
প্রবীন বলে আখ্যায়িত করবে
অনাদিযুগের নতুন।