গন্ধ পাই

রক্তের সাগর থেকে তুলেছি
স্ফুটিত সুকুমার পদ্ম;
রাত্রির সাথে প্রচণ্ড যুদ্ধে
পেয়েছি তার সৌরভ-গন্ধ।
আমার ফুল; আমার মা-
ক্ষুধিত প্রেতরা ছিড়ে খায়
তার নরোম তুলতুলে অঙ্গ,
সুতীক্ষ্ণ আক্রোশে ভেঙে দ্যায়
মনের মন্দির মিনার
শাড়ী ছিড়ে লুটে নেয়
সেঁদোলে মাটির সতীত্ব।
আমরা ভাসমান- ভিন্ন দেশে;
সারাক্ষন টলমল অস্তিত্ব।
-তবু বেঁচে আছি প্রাণপনে
অন্তত কিছুদিনের জন্য
দেশের কাজে অস্ত্র ধরা
আমার কাছে নিতান্ত অসম্ভব।
কিন্তু তবুও বুক কাঁপেনি এতোটুকু
কিসের এক অনির্বান দৃঢ়তায়
সারাক্ষন শুধু হয়েছে ধ্বনিত
এ হৃদয়ে- আমি দুবার- দুর্জয়।
আমি সত্যিই দুর্জয়
শত্রুর বক্ষ ভেদ করে এখানে
নরোম মাটিতে করেছি সৃষ্টি-
কঠিনতর এক অধ্যায়।
আমরা মরি বা প্ৰজাপতি হয়ে
আগুনে ঝাঁপ দিয়ে গিলে খাই
অগ্নির লেলিহান শিখা-
আমরা অমর দুর্জয় তাই।
রক্তাক্ত বুকে আমার আজ
ফুটছে লাল তাজা পদ্ম,
আজো বাঁচি আমরা এখানে
মাটিতে চুমো দিয়ে পাই
রক্তের তাজা তাজা গন্ধ।