ঈশ্বর তুমি পাপী

ঈশ্বর তুমি পাপাচারী শয়তান;
অনাথের শেষ সম্বল কেঁড়ে নিয়ে
তুমি মদের পেয়ালায় রক্ত ঢালো
প্রাসাদের স্বপ্ন-চড়ায় নির্বিঘ্নে
পান কর; চোখে রক্তনেশা মেখে।

তুমি নাকি ভগবান!
কল্যানময়; মানবের হিতাকাংখী!
করুনাময় বিশ্বের অধীশ্বর!

এর কৈফিয়ত কে দেবে ঈশ্বর?
কেন, কেন আজ এখনও
কাঙ্গাল অনাহারী বুকের উপর
সোনার তাজমহল গড়ে ওঠে?
কেন বুভুক্ষুর সম্মুখে নিবিড় আনন্দে
ভোজে মত্ত তোমার হাউণ্ড অথবা এ্যালসেসিয়ান

আমরা বাঁচতে চাই, শান্তি চাই-
তাই কি আমরা পাপী?

শয়তান অন্যায়ী আর কেউই নয়-
সে তুমি- মুখখাশধারী ঈশ্বর!
তাই এবার আকাশ স্বর্গ থেকে তোমায়
পথে নামিয়ে ছিঁড়ে খাব
তোমার বিলাসিত দেহ।