কাক

তখনো সূর্য ওঠেনি-
আধারের পালা শাড়ী অবিন্যস্ত,
কর্কশ সুরে ডেকে ডেকে

ভেঙে দেয় প্রভাত-সুখ-স্বপ্ন;
নিম শাখে নিত্যকার কাক।

স্তব্ধ মধ্যাহে নিথর সন্ধ্যায়
কিম্বা প্রখর মধ্যরাতে-
কি যেন এক অব্যক্ত আহ্বানে
আমায় করে উদ্বেলিত,
কি কথা আমি যেন
সম্পূর্ন তার বুঝেও বুঝি না।

তবু সে আহবানে মনে হয়
আছে অসুন্দরের গান,
বিশ্রী পৈশাচিকতায় তা
নির্মম করে দেয় হৃদয়টা।
আমি তাই ভালবাসি শুনতে,
সেই ডাক-প্রভাত, সায়াহ্ন, মধ্যরাতে।