কিছুক্ষন ভুলে থাকি

এখন ওসব থাক
এসো, কিছুক্ষন দু’জনে আনমনে বোসি
শিয়রের খোলা জানালায়।
এখন সকল কাজ, হোক শত প্রয়োজনীয়
সব ভুলে এসো, এসো কিছুক্ষন দু’জনে
ভুলে থাকি পৃথিবীর আকাশ-
পাখির বাঁশী, বাতাসের প্রেম।

এসো চলে যাই দূরে- বহুদূরে
পালিয়ে, সারসপাখীর মতো;
যেখানে আকাশ নেই, কোলাহল
স্তব্ধ; সায়াহ্নের দাঁড়কাক ডালে
কিছুক্ষন চুমো খায় পাতার শরীরে।

এসো ইটের বাঁধনগুলোয়
অভিশাপ দিয়ে অন্তত দুদণ্ড
না হয় থামাও চাকা ঘূর্নন,
না হয় কিছুক্ষন হিসেবের খাতায়
পড়লো না লাল কালি রত্তের।
না হয় দুলল না কিছুক্ষন
স্প্রিংএর সব চেয়ার আনন্দে,
হয়ত ক’টি প্রহর বিশুদ্ধ বাতাস
ঘুরে গেলো যন্ত্রের শরীরে।

এসো না হয় কিছুক্ষন বসি-
শিয়রের খোলা জানালায়,
কিছুক্ষন ভুলে থাকি পৃথিবীর
মরা আকাশ; বাতাসের প্রেম।
এসো, দু’জনে আনমনে বসি
কিছুক্ষন শিয়রের খোলা জানালায়।