কবি যাদু

কি যাদু জান কবি ভুলাইলে মোরে,
সঁপিনু সকল কিছু তোমার তরে!
ডাকো যবে আঁখিছলে রহিতে না পারি,
ছুটে যাই পাশে অ সব বাঁধা ছিঁড়ি৷
তোমার হাতের পরশ মায়ার যাদুকাঠি,
অনিমেশ যত কিছু নিয়ে যায় লুটি,
নিশিথবেলায় মোদের নিরব কুজন,
হেরিছে নিরবে শুধু চাঁদ তারা বিটপী বিজন।
কি মধুর হাসি ঝরা মধুমাখা মুখ,
ছলভরা আঁখি তব মায়াভরা বুক।
ছল ছল চোখ দুটি কি মায়া জানে,
অনুক্ষন মোরে শুধু তোমা তরে টানে।
তোমার প্রথম পরশ সেদিন বাসর বন,
ভুলিব না আমি ব কবিতা- স্বপন।
যদি যাই চলে দুরে তোমারে ছেড়ে,
ভুলো না আমায় প্রিয় জীবনে মোরে।

৮ চৈত্র, ১৩৭৮, লালবাগ, ঢাকা।