কবিতায় জীবন হাঁটে

কবিতায় জীবন হাঁটে নিঃশব্দে
শব্দের মতো
ছন্দের মতো
কবিতায় জীবন হাঁটে।

দৈনন্দিন কাজের ভিড়ে একাকী
য্যামোন হাঁটে
সাবধানী গৃহস্থ
এলোমেলো বাতাসের দিনে
মেয়েরা য্যামোন
সতর্ক দৃষ্টিতে
ঢেকে রাখে শরীরের বিভিন্ন স্থান

কবিতায় জীবন তেমনি আসে
হাঁটে সর্তক রমনীর মতো
জীবন কবিতায় হাঁটে।

আমাকে কোনদিনই বলোনি তুমি
ভালোবেসে আমি
কবি হয়েছি।

অথচ তোমার বুকের ভেতরে
অতি গোপন যে সব পথ
সেখানে আমি হাঁটি
কবিতার মতো।

কবিতাই জীবনের সিঁড়ি বেয়ে নামে
জীবনই কবিতায় হাঁটে ক্রমাগত।

(৪.১০.১৯৭৪)