ক্রাচ

তুমি আমার জীবন্ত ক্রাচ-
তোমাকে চাই।
যেদিকে যাই, যেদিক ফিরি
স্মৃতি কিংবা ভবিষ্যতে,
আমার এখন তোমাকে চাই।

স্নায়ু এখন উড়ির চরের মঞ্চসজ্জা,
খুলির নিচে বিআরটিসির বাস পুড়ছে
শরীর জুড়ে টলটলোমান ক্ষীপ্ত দারু,
আমার এখন তোমাকে চাই।

খুব সুদূরে হারানো সেই বাড়ির উঠোন,
ভর দুপুরে ছাতিমতলার বিশাল ছায়া,
সব হারিয়ে দুহাত এখন তোমাকে ছোঁয়।
সব হারিয়ে হৃদয় এখন তোমার বুকে
ঠাঁই নিয়েছে-

ছিনিয়েছে তুমি আমার জীবন্ত ক্রাচ তোমাকে চাই,
বন্ধ ঘরের বাইরে যাবো তোমাকে চাই।।

০৮.০৯.১৩৯৪ রাজাবাজার, ঢাকা