কুড়িয়ে পেয়েছি একটি আধুলি

কুড়িয়ে পেয়েছি একটি আধুলি, আর অর্ধেক পেলে,
হাতল আঁকড়ে উঠে যেতে পারি, দুঃস্বপ্নের মেলে।

সকলেই শুধু নেমে যেতে চায় যে কোনো ইস্টিশনে-
ভুল ট্রেনে উঠে অনুশোচনায় হয়ে ওঠে মৃত মাছ,
যেন না জেনেই উঠেছে তারা এ অনাকাংখিত ট্রেনে।

কেউ দম্পতি, স্বপ্ন মাখানো অনাবিল মুখখানা
দুমড়ে মুচড়ে হয়েছে এখন ভয়াবহ কদাকার,
যেন মাতালের সামনে পড়েছে মধ্যরাতের থানা।

কারা যে কি ভেবে উঠে পড়েছিলো কারো আজ মনে নেই,
সৌভাগ্যের দূর-যাত্রায় স্বপ্নের মরীচিকা
টেনে এনেছিলো হয়তো এদের- আজ হারিয়েছে খেই।

অথচ আমার এই ট্রেনটিতে উঠতেই হবে, বুঝি,
একটি আধুলি কুড়িয়ে পেয়েছি, বাকি অর্ধেক খুঁজি।

যে আছে আলোয়, আছে তার রাতে ফেরার সম্ভাবনা,
আছে যে আঁধারে, তার সামনেই উজ্জ্বল আলোময়
ফুটে উঠবার অপেক্ষা নিয়ে রয়েছে রোদের কনা।

পেয়েছে যে তার হারাবার ছাড়া কোনো ভয় নেই আর,
যে পায়নি তার কেবলি রয়েছে পাবার দূর্ভাবনা
হারাবার নেই। রোদের উল্টো পিঠেই অন্ধকার।

এড়িয়ে যাবার প্রশ্ন আসে না, ভেবেই ছেড়েছি বাড়ি
দুঃস্বপ্নের শেষে আছে জানি স্বপ্নিল বেলাভূমি,
যতোদূর হোক সোনালি আকাশ, দিয়ে যাবো পথ পাড়ি।

কুড়িয়ে পেয়েছি একটি আধুলি, বাকি অর্ধেক পাবো?
হাতল আকড়ে উঠতেই হবে, এই ট্রেনে আমি যাবো।।