মাঝের দেয়াল

ধুলোরা জমবে করোটির হাড়ে
নির্মম রাত ভাসাবে আঁধারে,
নগ্ন জীবনে পচনে পতনে পিপাসা পরাবে পুষ্পহীনতা
এতোটা দীনতা ছড়াবে আমাতে নষ্ট অমার জটিল জীবানু?

বকুল-সকাল খুলে দিয়ে যায়
সূর্যের ঘর, কালো দরোজায়
হাত রেখে বলি, বুকের দুয়ারে করাঘাতে বলি, সূর্য আসুক
ভালো না বাসুক- তবু ক্ষতি নেই, আর্দ্রতা যাক, আন্ধার যাক।

ফুল দিয়ে কারা ঢেকেছে ক্ষুধাকে,
জন্ম লিখেছে কালো মৃত্যুতে-
মাঝের দেয়াল জানে তার সব, কতো ব্যবধান, কতোটুকু দুর
কেন বাশি-সুর বাজেনি তাদের গৃহের গুহায় জোস্নার রাতে।

রক্তের দাগ দেখেছে কবিতা
চোখ জুড়ে তাই এতো নিরবতা,
এতো প্রতিবাদ পরতে পরতে জমে ওঠে যেন পাললিক মাটি,
শত্রুর ঘাঁটি জনতা চিনেছে চিনেছে কি ভুল রাজার ভূমিকা?

বিষাদ আসুক বেদনায় বিষে
পরাজয় যাক রক্ততে মিশে,
বাহুতে বক্ষে নেমে এসো ঋজু প্রজ্ঞা-সবল তাজা প্রতিরোধ,
ভেঙে দাও কালো শ্রেনী ব্যবধানে
কলুষিত বোধ নষ্ট হৃদয়,
প্রতারক ক্ষয় নির্মল হোক সুস্থ রোদের সবল আঘাতে।