মায়াডোর

এসো এসো বাঁধো বাসা নীড়ভাঙা দুটি প্রানে,
এসো গাহি গান নিরবে নিরজনে।
এ গানের আছে ভাষা নেই সুরধ্বনি,
মহান করিব মোরা হৃদয়ের সুধা আনি।
যে ছবি আঁকা আছে রংহারা হয়ে,
যে নদী হারাপথ বুনো পথ বেয়ে।
এসো মোর প্রানে এসো সব
আবার বাঁধিব ঘর,
রাতের আঁধারে হাসিয়াছে নবীন ঊষার কর।
বিরহীর প্রানে আকিয়াছে চাঁদ আনন্দ মিলন রেখা,
সকল স্মৃতি থাক হৃদয় মানসে আঁকা।
সব ভুলে এসো সখা বাঁধিব খেলার ঘর,
সব থাক অলক্ষে কে আপন-পর।
হারিয়ে যাবার দেশে মায়াভোর যাবে কেঁদে
স্মৃতি বৃথাই রহিবে বীনা স্বরলিপি সেধে।
সব কিছু থাক, এসো তোমাতে আমায়,
বন্ধন রচি এক- এ কালের চলায়।

১৩ বৈশাখ, ১৩৭৯, লালবাগ, ঢাকা।