নির্বিবোধ কৃষ্ণচূড়াপুর

যদি হাতে রাখি, আর না দিই ফেরত,
ভুলে রাখি সংগোপন সিন্দুকের নিভৃত মহলে-
তাহলে নিসর্গ জুড়ে শুরু হয় তুমুল মাতম,
জলোচ্ছাস ফুঁসে ওঠে, লকলকে জিভে তার
ধংশের সূচনা লেখা।

আর যদি ছেড়ে দেই যদি বলিঃ নিয়ে যাও,
তোমাকে বিশ্বাস কোরে ফিরিয়ে দিলাম সব-
তবে ভূমিতে কম্পন উঠে ধসায় ভিতের মাটি,
ফাটলের শূন্যতায় ঝুলে থাকে ত্রিশঙ্কু সময়,
চেতনার মাংশখণ্ড কেটে নেয় কামোটের দাঁত।
ঠিক এরকম এক সন্ধার দরোজা ধরে দাঁড়িয়ে রয়েছি-

অথচ আমার লক্ষ্য স্থির।
আমাকে ফিরতে হবে নিসর্গের সর্বোত্তম প্রশান্ত উঠোনে,
আমাকে ফিরতে হবে নির্বিরোধ কৃষ্ণচূড়াপুর।।

১১.০৬.১৯৯৫ মোংলা বন্দর