নিসর্গে নিসর্গ ছবি

আসে ঢেউ কূলে কূলে উচ্ছলে,
কাশের কাচুলি ঝলমল,
মাছরাঙা ধ্যানরত নির্জন কূলে,
মনে পড়ে দূর গাঁয়ের নরম মাটি।
বকুলের যুবতীরা নিটোল যৌবন
ফাগুনের কুঞ্জে করে উন্মোচিত,
রক্তে শিরায় শিরায় তাজা সুঘ্রান
ফুটে ওঠে উত্তপ্ত কামনার রাতে।
শিশির ঝরে পড়ে চুমার তপ্ত লালায়,
কসমেটিকের অনুপম সৌরভ
শিরিষ কদমের শাখায় শাখায়,
অযাচিত সুষমায় উন্মন প্রকৃতি।
ডোবান কালো জলে পচা পাট
সোঁদা গন্ধে কৃষককে রাঙ্গায়,
কাঁকনের রিনিঝিন সন্ধ্যার ঘাট
লালপেড়ে গরদের জোনাক বধূ।

মরালের মাখামাখি ধান ক্ষেতে,
কাদামাটি ভিজে ভিজে লোনা স্বাদ
পৌষের ধান ভরা অঙ্গন হতে;
কাকের কোমল শরীর তার এক পাশে
সোনালি লাল বরাদে ঝলসায়।
কোথায় কখনো সাপ-পিঠ বাঁকা পথে
কিষানের নয়া মিছিল চলে দুলে দুলে,
ভাটিয়ালী গ্রামফোন বাজে কিষানের মুখে।

শিয়রে প্রভাতের উদয়নী সাইরেন
বাজায় পাপিয়া, দোয়েলী কাক,
নিত্য জীবনের চঞ্চল ট্রেন
শুরু করে চলা, সূর্য ওঠার অনেক আগে।