নিসর্গ স্মৃতিতে ভাসে

কাশফুল করবী
আঁকি পটে তার ছবি
বিহানে মেঠো পথে বাঁশরী নিয়ে
শিশির সিক্ত পায়
রাখালেরা চলে যায়
মাঠ ছেড়ে মাঠে,
ডাহুকীর মালা দোলে
আকাশের পটে।

ছায়াবীথি বনযুথী
সরু পথ তার সিঁথি
কলসীতে মঞ্জুলি গরদী পরা,
মলয়ী আঁচল ওড়ায় ছন্দহরা।

রুপোলি গাঁয়ের বধূ
হরগাজা কেয়া মধু
নীরবে ভালোবাসে যুঁই বকফুল
কেতকী পরশ বুলায়
আমের মুকুল।

কলমী হেলাঞ্চ দল
মালঞ্চে নির্মল ফুটেছে কতো
বাগানের নাম হারা
কিশোরীরা যতো।

নিষ্প্রান শহরের ইট কাঠ ছেড়ে-
আমার হৃদয় ছোটে নিসর্গের
রাখালিয়া সুরে।