অবস্যম্ভাবি পরিনতির পূর্বাভাষ

জীবন নামক মহাপ্রশ্নের ভুল সংজ্ঞা দিয়ে
অবলীলাক্রমে যারা ঘুরিয়ে নিলে আবহমান গতি
তোমরাই বেঁচে গ্যাছো, বেঁচে আছো
তবে বাঁচবে কিনা জানি না।

শোষনের বিষে ভরে গেলে সর্বত্র
মুষ্টিবদ্ধ হাত জেগে ওঠে প্রতিবাদে
এ কথা তোমরা জানো।
রাজপথ রঞ্জিত হলে নিস্পাপ রক্তে
আগামী সম্ভাবনা দৃঢ়তর হয়
এ কথাও তোমরা জানো।

শুধু রক্ত নিলে রক্ত দিতে হয়
সেটাই ভুলে গ্যাছে
অথচ তোমরাই বেঁচে গ্যাছো, বেঁচে আছো
তবে বাঁচবে কিনা জানি না।
মেঘের ভেতর বঞ্জ আছে
এ কথা সত্য যেমন
রক্তে আগুন থাকে, বিক্ষোভ থাকে
এ কথা আমিও জানি, তোমরা ও জানো
বুলেট নির্ঘাৎ প্রতিবাদ ফিরে আসবে-

অথচ তোমরাই বেঁচে গ্যাছো, বেঁচে আছো
তবে বাঁচবে কিনা জানি না।

(১.১২.১৯৭৩)