অলক্ষ্যে যে চোখ আমার

নিশ্চিন্তে দোজখের দিকে এগিয়ে যাচ্ছি বোলে
দিনে অন্তত একবার আমার শ্রাদ্ধ করেন অভিজ্ঞ পিতা,
মাতার সারাক্ষন নিঃসন্দেহ আশংকা ছেলে অলুক্ষুনেই হবে।

অতিকায় ঢোলা প্যান্ট বেলবটম নামক, মাথায় একরাশ
অসম্ভব লম্বা, মস্তান চুল- অথচ মস্তান আমি নই।
একবুক বিপ্লব নিয়ে সদর্পে হেঁটে যাই পথে
একচোখে আমার জ্বলে জ্বলন্ত প্রেম আরেক চোখে
বিক্ষুব্ধ ভাঙনের বিস্ফোরণ এসব সকলে জানে
অথচ আমার অন্য একটি চোখে কি সব আছে
কখনো কেউ তা জানে না।

(১৭.১২.১৯৭৩)