পাঁজরে পুষ্পের ঘ্রান

তােমাকে বলবাে বােলে তারকাটা, পাথুরে জলের হিম,
মৃত্যু, রক্ত লাশ, এই ধ্বংশের শ্মশান ডিঙিয়ে এলাম,
তােমাকে বলবাে বােলে।

পাঁজরে পুষ্পের ঘ্রান জ্বলে আছে ক্ষুধার মতােন,
ক্ষুধা তাে বেঁচে থাকার অন্য নাম।
তােমার আমার এই দূরত্বের মাঝে সেই ক্ষুধার পাথর-
তুমি তাকে প্রেম বলাে, স্বপ্ন বলো, লােকে বলে মলিন বিরহ।

তােমাকে বলবাে বােলে জলকষ্ট, নিদ্রাহীন রাত
মানুষের শ্বাপদ-স্বভাব মাখা লােভাতুর দাঁতের কৌশল,
আমি তৃষ্ণার অপূর্ন ওষ্ঠ থুয়ে এসেছি পেছনে।

জীবনের তিনভাগ অনাহার নিয়ে একটি জঠরে
যে-মানুষ পাঁজরে পুষ্পের ঘ্রান পুষে প্রেমের মতােন
আমি তার স্বপ্নের শিয়র থেকে উঠে এসেছি
তােমাকে বলবো বােলে।

তােমাকে বলবাে বােলে কষ্ট, ধংশ, ক্ষয়, লেলিহান ক্রোধ
তামাটে মাটির গন্ধ বুকে এই ধংশের কবর ডিঙিয়ে এলাম
শুধু তােমাকে বলবো বােলে, ভালােবাসা প্রিয়মুখ
তােমাকে বলবাে বােলে।

২০.১১.৭৭ মােংলা বন্দর।