পাললিক উদ্ধার

আমাদের বাসনায় ছিলো কিছু ভুলবোধ
প্রাপ্যের পূর্নতা তাই এত মনে হয়
নিঃস্ব করুন
তাই এতো পাওয়াকেও মনে হয় ব্যর্থতা, মনে হয় ম্লান।

ক্ষমা হও- ক্ষমা হও দুর্দিনে দুঃসময়ে
সুশশাভিত হৃদয়ের যতোটুকু পারো তবু
থামাও যাতনা,
নির্মল রোদ দিয়ে ধুয়ে নাও বেঁচে থাকা মলিন জীবন।

জনপদে জেগে থাকে যে-উদাসী মানুষেরা
যে-বাউল বনভূমি খুলে রাখে অন্তর
নিবিড় মাটিতে,
তার কাছে নতজানু গুল্মের মতো বলোঃ ক্ষমা দাও প্রানে,
হে উদাস অপরূপ, আমার এ- বুকে দাও শোভন মমতা।

নির্মম নোখ জুড়ে কি ভীষন কালো লোভ
আমাদের বুক জুড়ে কি করুন শূন্যতা,
নিজেতে তাকাও

অবিনয়, চেয়ে দ্যাখো কি রকম পচা ক্ষত শরীরে তোমার,
কি রকম বিষাক্ত ঘৃনাবোধ ঢেকে আছে অমল হৃদয়।

বৃক্ষের কাছে যাও, পাখিদের কাছে যাও।
পাহাড়ের কাছে গিয়ে প্রান খুলে বলো তারেঃ
ওগো প্রশান্তি!

আমাদের দাও কিছু দ্বিধাহীন মমতার কোমল ক্ষমতা,
বুকে কিছু ক্ষমা দাও, গ্লানিহীন দাও কিছু মানবিক প্রেম।