প্রিয় দংশন বিষ

দংশন করাে একাধিক বার দংশন চাই বিষ,
শােনিতে শীতল নীল প্রদাহের তীব্র প্রবানতা।
দ্বিমুখি সাপের দ্বৈত ছােবলে ক্ষত বিক্ষত বােধ,
বিরােধিতা চাই চুম্বনে নত ইচ্ছে মাখানাে ঠোঁটে।

বিরােধিতা চাই স্বপ্নের ঘ্রানে মধু ও মধুরিমায়,
সারা পথে চাই উষ্ণ মাটির ললাটে ছড়ানাে দ্বন্দ্ব।
দংশন চাই বৈরী বিরােধ, দংশন চাই বিষ,
তন্ত্রে তনুতে বিষমাখা দাঁত দংশন করাে প্রেমে।

যতােবার আসি উপেক্ষা পেয়ে শংকিত ভীরু পায়
প্রেমে নত সেই মুখটির কাছে যতােবার আসি ফিরে
অবয়বে তার কাঁপে আশ্রয় গ্রহনের পেলবতা-
সে-মুখেও চাই বিরােধিতা বিষ উপেক্ষা সন্নত।

ভালোবেসে পাওয়া প্রিয় বেদনার নগ্ন দুখানি ঠোঁটে,
চুম্বন রেখে সারারাত কাটে চিতা-বহ্নির বিষে।
তবু প্রিয়তম বেদনাকে চাই ব্যথিত বিনিদ্ৰিতা
সংশয়-ভরা চলা-পথ চাই তুষারিত দিন রাত্রি।

দংশন চাই বৈরী বিরোধ অবহেলামাখা বিষ,
দংশন করো রক্তে ও বুকে, দংশনে পাবো তুমি-
দংশনে পাবো বেদনায় ধোয়া তোমার পৃথিবীটাকে।।

১৭.১০.৭৫ লালবাগ, ঢাকা।