পূর্ন দিনান্ত

প্রশান্ত রাত্রির দুই চোখে
বিক্ষিপ্ত তৃষ্ণা;
যাযাবর অসংখ্য পাখী
পাখা ঝাপটে শিয়রে বসে।
বুভুক্ষু প্রেত
হিংস্র হায়নার মতো
ছিঁড়ে খেতে চায় নিজের অঙ্গ
সুতীক্ষ্ণ নখে।
ক্ষুধার্ত ঈগল ছোঁ মেরে কেড়ে নিয়ে যায় রাজ হংসশাবক
মৃত্যুর মতো।
রাজহংস আঘাতে আহত।
ঈগল ফিরে আসে না অনুতাপে।
প্রহর মেপে
ঘণ্টার সিড়ি ভেঙে যায়
কাকের কর্কশ চিৎকারে।
আমরা তাই
ঢেউগুলো ছিঁড়ে ছিঁড়ে
সুন্দর মালা গাঁথি
মুখর দিনান্তে।
পাতাগুলো মর্মর কাঁপে,
অতীতের অমোঘ ইশারায়
বাঁচতে চায়।

সময়ের গা বেয়ে দুবার নামে
অজ তরঙ্গের ঢল
স্রোত-বন্যায়-