রক্ততৃষ্ণা

হে আদি অধীশ্বর-
তোমার স্বৈরাচারী ইচ্ছায়
আমাদের কুশপুত্তলিকার মত
যুগ যুগান্ত ধরে নাচিয়েছ।
কি দম্ভ তোমোর তুমি স্রষ্টা!
তোমার অন্যায়ের বিচার নেই;
তোমার পাপ নেই;
তুমি পুন্যের জহরত-এ গড়া!
এতদিন চোখের সম্মুখে
বিষ দিয়ে বলেছ অমৃত-
মাথায় বজ্রের বান হেনে
বলেছ এ তোমার প্রাপ্য!
আমার হৃদয়পদ্মটা দলে পিষে
শুধেয়েছ এ তোমার আপন কর্ম!

-কিন্তু দাবার গুটি তোমার
অলক্ষ্যেই নিজের কিস্তিতে আঘাত হেনেছে।
তুমি বুঝতেই পারোনি তোমার অজান্তে
তোমারই দেওয়া বিষ পান করে
আজ আমরা প্রত্যেকে নীলকণ্ঠ।
তোমার সৃষ্টির অসাবধানতায়
আজ আমরা প্রত্যেকে স্রষ্টা!
সহস্র বৎসর ধরে অগ্নিদাহনে
আজ আমরাই কাল দাবানল!
আমার রক্ত শুষে তুমি হয়েছ ঈশ্বর-
আমি স্রষ্টার সাথে সর্বক্ষন
দ্বন্দে মত্ত, সংগ্রাম শুরু তাই-
ক্ষমা নেই ঈশ্বর তোমার;
তোমার বুকের রক্ত পান করবই-