স্বকালের অন্ধকারে

স্বকাল তোমার অন্ধকারে ডুবছি আবার।
স্বকাল তোমার অন্ধকারের অতল তলে
মন হারালাম-

মন তো আমার অচিন পাখি, শূন্যে বসত,
মন তো আমার একলা রাখাল বিরান বিলে।
ঘর বানালাম

নড়ে আট খুটির ‘পরে খড়ের ছাওন,
জান্লা- দুয়োর, কব্জা-কবাট নেই সে ঘরে।
উদোম হাওয়া

কি দিন কি রাত এদিক থেকে অন্য দিকের
শূন্যতা ছোঁয়, অপুর্নতার বাউল রাতে
কান্দে শরীর-

স্বকাল তোমার সকল তনু-তীর হারালাম।
স্বকাল তোমার শূন্যতাতে ঝাঁপ দিয়েছি
সকাল বেলায়।।

০৫.০৩.১৩৯৪ মোংলা বন্দর