স্বপ্নের বাস্তুভিটে

খুব গভীরে শাঁসের মতো
হাড়ের ভেতর মাসের মতো
সুরক্ষিত স্বপ্ন থাকে।
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ- তবু স্বপ্ন থাকে
ভাঙন- তবু স্বপ্ন থাকে
স্নায়ুর সে কোন জটিল কার্যকলাপ জুড়ে
হৃদয় থাকে, সেই গোপনে স্বপ্ন থাকে।

ভস্মিভূত বসতবাড়ির ছাই-এর তলে স্বপ্ন থাকে,
স্বপ্ন থাকে গুলিবিদ্ধ বালিহাঁসের নরম বুকে,
স্বপ্ন থাকেই।

নৈরাজ্যের চাকায় পেষা
অন্ধকারে রন্ধে চাপা
তিক্ত তুমুল স্বপ্ন থাকে।

স্বপ্ন থাকে, স্বপ্ন থাকেই
দুর্ভিক্ষের রুগ্ন
হাড়েও স্বপ্ন থাকে।
বিষের ঘায়ে নীলচে দেহ,

যে-জীবনের সূর্য ডোবে নদীর জলে সন্ধেবেলা
তারও থাকে
দু’হাত ভরা ফুলের মতো তারও চোখে স্বপ্ন থাকে।

স্বৈরাচারে ছিন্নভিন্ন দেশটি তবু স্বপ্ন থাকে,
অবহেলায় ধুলোয় পড়া বীজটিতেও স্বপ্ন থাকে।
তুমি আমায় ছেড়ে যাচ্ছো, ভুলে যাচ্ছো,
তবু আমার স্বপ্ন থাকে।

০১.১১.১৩৯৪ মোংলা বন্দর