শ্মশানের প্রেতাত্মা

আমি সম্পূর্ন একটা প্রেতাত্মা
এবং নির্জন এক বীভৎস শ্মশানের
চিতার কালসিটে অগ্নিটুকু
এক নিশ্বাসে পান করে আমি অধীশ্বর
এই শ্মশান, এই ধরিত্রীর।

পুরাতন মৃত শব যা আজ কংকাল;
আমায় বারংবার করে নমস্কার
বিষাক্ত তাদের হাড়ের ঝংকার তুলে।
আমিও তাদের রুগ্ন বক্ষ পাঁজরের উপর
বিজয় উল্লাসে পুঁতে দেই জয় পতাকা,
অথচ এই ভয়াল স্থানে আমি একা।

আমার শীর্নদেহটা ওদের থেকে
সম্পূর্ন ভিন্ন। আমি আসি-
যখন তোমাদের স্বর্গপুরীতে
তোমরা আদিম উল্লাসে মত্ত
আমি ঠিক তখনই আসি যখন
তোমাদের প্রাসাদে ভরে ওঠে
নিপীড়িত আত্মার রক্ত প্রসাদে।

আমি আসি আমার বীভৎস পৈশাচিকতায়
আমি হাসি দারুন অট্টরোলে।
আমি বুভুক্ষু হয়ত আমি আদি
বিপ্লবী যুগের কোন বিদ্রোহীর প্রেতাত্মা,
নির্জন এই শ্মশানে।