টর্নেডো, স্নেহের ড্রয়িংরুমে

এখন আকাশ নীল নয়, কালোচুল
পাগলিনীর উড়ন্ত প্রখর। অথবা স্থুল
অবয়ব বসন্তপীড়িত কুমারীর।
এখন ঝড় হলে তোমার আলতো শাড়ীর
আঁচল উড়বেই ঈগলের মতো।

ঝড় কি যাবে না পদচিহ্ন এঁকে মৃত্যুর?
এমন কি প্রত্যাশায় বলো
দেখবো তাকে, দুরন্ত যৌবন এলোমেলো
বক্ষবাস তার। আবরণহীন ঝুলে পড়া স্তনে
বিক্ষুব্ধ সংগ্রামরত শিশু, একতারা বাউলের
এ সব থাকবে কোথায় কী আশ্রয়ে

সদ্যপরিণীতা জেগে রবে পথ চেয়ে
স্বামী ভাসবে শবদেহ হয়ে করাল জলে
এক রাত্রিশেষে নীল শাড়ী নির্মোক হতাশায়
বিধবা হয়ে যাবে। আমার উপদ্রুত কুটিরে
তোমার উগ্র যৌবন নিয়ে এসো না ঘাতক
অসময়ে কোরো না নিহত আমায়।
কেন না অনাহুত টর্নেডো তোমাকেও
কেড়ে নেবে নির্দয়
আমার স্নেহের ড্রয়িংরুম থেকে।

(১৮.৫.১৯৭৩)